কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ৪ বাংলাদেশি আহত হয়েছে। বিজিবি আহত ওই চার জনসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে।
আহতরা হলেন: সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার সাহগঞ্জ গ্রামের রাজকুমার দাশের ছেলে অঞ্জয় চন্দ্র দাশ (১৯), দেবলদা চন্দ্র দাস (১৯), দেবেন্দ্র চন্দ্র দাশের স্ত্রী শেফালী রানী দাস (৪০) ও রিন্টু চন্দ্র দাসের কন্যা শ্রাবন্তী রানী দাস (৩)। আহতদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: ওই গ্রামের ঠাকুর ধন চন্দ্র দাসের ছেলে রিন্টু চন্দ্র দাস (৪৫), তার স্ত্রী পবিত্র রানী দাস (৫০), রিন্টু চন্দ্র দাসের কন্যা স্বর্ণা দাস (৪), ফাল্গুনী (৬), অন্তরা (৮) ও রাজকুমার দাসের কন্যা দোলন দাস (১৫)।
শিমুলবাড়ী কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১০টার সময় বাংলাদেশি নারী পুরুষের ১৪/১৫ জনের একটি দল নাডাঙ্গার খালিশাকোটাল সীমান্তের ৯৩৪/১ এস পিলারের পাশ দিয়ে ভারতের করলা নো ম্যান্স ল্যান্ডে প্রবেশ করলে ভারতে দিনহাটা থানার ১২৪ বসকোটাল ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে বুলেটবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়। এ সময় বুলেটের শব্দে এলাকাবাসী ও বিজিবি ঘটনাস্থলে এসে আহতসহ ১০ জনকে বালারহাট বিওপিতে নিয়ে আসে। পরে আহতদের হাসপাতালে ভর্তি ও অন্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।