স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেফতার হওয়ার ব্যাপারে সরকার কিছু জানে না। রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল প্রদর্শনী-২০১৪ উদ্বোধন শেষে আজ সোমবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নূর হোসেনের গ্রেফতারের খবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার জানে না। সরকার যেটুকু জেনেছে তা গণমাধ্যমের মাধ্যমে।
সকাল ৯টায় ফল প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম।