নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন।
গতকাল রবিবার গভীর রাতে ভারতের বাগুইআটি থানা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার এই স্বীকারোক্তি দেন তিনি।
বাগুইআটি থানার পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নূর হোসেন প্রথমে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে ইন্টারপোলে তার বিরুদ্ধে অভিযোগের প্রশ্ন তুললে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন নূর।