প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার কেবিনেট সভায় সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজগুলো প্রথম রোজা থেকেই বন্ধ রাখতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, ১০ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তখন বিষয়টি নাকচ করে দিয়ে প্রথম রমজান থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, 'রমজানে সবারই কাজ বেড়ে যায়। বিশেষ করে নারীরা এ মাসের পুরোটা সময়ই ব্যস্ত থাকেন। তাই সকালে বাচ্চাদের স্কুলে নেয়া তাদের জন্য কষ্টকর হয়ে যায়।'