রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা রাসেল আলমকে মারধর করে পা কেটে নেওয়ার প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আধাবেলা হরতাল পালন করছে সংগঠনটি।
আজ মঙ্গলবার হরতালের শুরুতেই নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা করেন শিবিরকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে নগরীর অক্ট্রোয় মোড় এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন শিবিরকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবিরকর্মীরা পালিয়ে যান। সকাল পৌনে ৬টার দিকে নগরীর দেবিশিংপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছেন শিবিরকর্মীরা। এ সময়ও তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।
এ ছাড়া ভোর সাড়ে ৫টার দিকে নগরীর দাশপুকুর এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এদিকে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। মহানগরীতে রিকশা, অটোরিকশা, হিউম্যান হলার, সিএনজি, টেম্পোসহ বিভিন্ন ধরনের হাল্কা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ও খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
এ ছাড়া বিভিন্ন আন্তঃজেলা রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।