অনলাইনে ভোটার হওয়া থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনসহ ১০টি সেবা সেপ্টেম্বর থেকেই চালু করতে চায় নির্বাচন কমিশন। এসব সেবা চালু হলে একজন ভোটার অনলাইনে তার ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন, প্রয়োজনে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে পারবেন। ঠিকানা বা ভোটার এলাকার পরিবর্তন হলে তাও ঠিক করা যাবে।
কেউ নতুন জাতীয় পরিচয়পত্র চাইলে বা ছবি পরিবর্তন করতে চাইলে অনলাইনেই আবেদন করতে পারবেন। সেই আবেদনের অগ্রগতি জানা, পরিচয়পত্র সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা, ফরম ডাউনলোড- সবই হবে অনলাইনে।
গত রবিবার নির্বাচন কমিশনের সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। অনলাইনে 'তথ্যের নিরাপত্তা' নিশ্চিত করার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শিগগিরই একটি জাতীয় কর্মশালারও আয়োজন করবে বলে জানা গেছে।
এর আগে সংসদ কাজে ইসির দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানিয়েছিলেন, অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সেবা দেয়া হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর মাধ্যমে। এ প্রক্রিয়া চালু হলে সব উপজেলা কার্যালয় থেকে একদিনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেয়া সম্ভব হবে।
এদিকে, ইতোমধ্যে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। এবার আরও ৪৬ লাখের মতো নতুন ভোটার হবে বলে ধারণা করা হচ্ছে।