রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তার শেষ নেই। ২০০১ সালে সংঘটিত ওই 'গণহত্যা'র পর পাঁচবার সরকার বদল হলেও শেষ হয়নি বোমা হামলার বিচার। আওয়ামী লীগ শাসনামলে রমনার বটমূলে ছায়ানটের ১৪০৮ সনের বর্ষবরণ অনুষ্ঠানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ১৩ জন। বোমা হামলার পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তিন মাসের মাথায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার। ২০০৬ সালে নির্ধারিত মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে বিদায় নেয় তারা। বিতর্কিত ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের বদলে দুই বছর ক্ষমতা অাঁকড়ে থাকে। ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। পাঁচ বছর শেষে গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার 'কৃতিত্ব' দেখায়। প্রতিটি সরকার রমনার বটমূলের বোমা হামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া বা সম্পন্ন করার কথা বললেও সে প্রতিশ্রুতি রক্ষা হয়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালিত এ মামলার বিচার দেশের বিচারব্যবহার শম্বুকগতির যথার্থ উদাহরণে পরিণত হয়েছে রাষ্ট্রপক্ষের দায়িত্বহীন মনোভাব ও সময়ক্ষেপণের কারণে। ২০০১ সালের পরপরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি-জামায়াত সরকার মামলার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে, এমন অভিযোগ ব্যাপক এবং তা অনেকেরই বিশ্বাসযোগ্যতা পেয়েছে। কিন্তু ২০০৯ সাল থেকে এ যাবৎ যারা ক্ষমতায় রয়েছেন, রমনার বটমূলের বোমা হামলার বিচারের ক্ষেত্রে তারা নিজেদের অঙ্গীকারবদ্ধ বলে দাবি করলেও এখনো বিচার ঝুলে থাকা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। স্মর্তব্য, এ মামলার তদন্ত শেষে ১৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। যাদের সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। এদের মধ্যে ৮ জন কারাগারে আটক, একজন জামিনে মুক্ত ও পাঁচজন পলাতক। রমনার বটমূলের সন্ত্রাসী হামলায় যারা স্বজনদের হারিয়েছেন এবং যারা পঙ্গু হয়ে এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের জন্য বিচারের দীর্ঘসূত্রতা যে হতাশার সৃষ্টি করছে, তা দুর্ভাগ্যজনক। এ দীর্ঘসূত্রতার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে