রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তার শেষ নেই। ২০০১ সালে সংঘটিত ওই 'গণহত্যা'র পর পাঁচবার সরকার বদল হলেও শেষ হয়নি বোমা হামলার বিচার। আওয়ামী লীগ শাসনামলে রমনার বটমূলে ছায়ানটের ১৪০৮ সনের বর্ষবরণ অনুষ্ঠানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ১৩ জন। বোমা হামলার পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তিন মাসের মাথায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার। ২০০৬ সালে নির্ধারিত মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে বিদায় নেয় তারা। বিতর্কিত ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের বদলে দুই বছর ক্ষমতা অাঁকড়ে থাকে। ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। পাঁচ বছর শেষে গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার 'কৃতিত্ব' দেখায়। প্রতিটি সরকার রমনার বটমূলের বোমা হামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া বা সম্পন্ন করার কথা বললেও সে প্রতিশ্রুতি রক্ষা হয়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালিত এ মামলার বিচার দেশের বিচারব্যবহার শম্বুকগতির যথার্থ উদাহরণে পরিণত হয়েছে রাষ্ট্রপক্ষের দায়িত্বহীন মনোভাব ও সময়ক্ষেপণের কারণে। ২০০১ সালের পরপরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি-জামায়াত সরকার মামলার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে, এমন অভিযোগ ব্যাপক এবং তা অনেকেরই বিশ্বাসযোগ্যতা পেয়েছে। কিন্তু ২০০৯ সাল থেকে এ যাবৎ যারা ক্ষমতায় রয়েছেন, রমনার বটমূলের বোমা হামলার বিচারের ক্ষেত্রে তারা নিজেদের অঙ্গীকারবদ্ধ বলে দাবি করলেও এখনো বিচার ঝুলে থাকা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। স্মর্তব্য, এ মামলার তদন্ত শেষে ১৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। যাদের সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। এদের মধ্যে ৮ জন কারাগারে আটক, একজন জামিনে মুক্ত ও পাঁচজন পলাতক। রমনার বটমূলের সন্ত্রাসী হামলায় যারা স্বজনদের হারিয়েছেন এবং যারা পঙ্গু হয়ে এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের জন্য বিচারের দীর্ঘসূত্রতা যে হতাশার সৃষ্টি করছে, তা দুর্ভাগ্যজনক। এ দীর্ঘসূত্রতার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
বিচারের দীর্ঘসূত্রতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
১ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৪ ঘণ্টা আগে | জাতীয়