গবেষণা প্রতিষ্ঠান রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউটের (আরএটিআরআই) নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) একে মোহাম্মদ আলী শিকদার বলেছেন, বিএনপি জোট যা করছে তাকে গণতান্ত্রিক অধিকারের নামে ডাকার সুযোগ নেই। এটা নিকৃষ্ট সন্ত্রাসবাদ এবং মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ। টানা ৬০ দিন অবরোধ ও প্রায় সমানতালে হরতাল নজিরবিহীন ঘটনা। রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার বর্বরতা কখনই গণতান্ত্রিক অধিকার হতে পারে না।
শনিবার (৭ মার্চ) রাজধানীর হোটেল লেক শো’রে আরএটিআরআই’র উদ্যোগে আয়োজিত 'সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল আলোচনার মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
একে মোহাম্মদ আলী শিকদার বলেন, শুরু থেকেই তাদের এই কর্মসূচির মধ্যে রাজনীতি বা আন্দোলনের কোনো বৈশিষ্ট্য দেখা যায়নি, এখনও নেই। নিষিদ্ধ ঘোষিত আন্ডারগ্রাউন্ডে থাকা দলের মতো গুপ্তস্থান থেকে দলীয় প্যাডে বিবৃতি প্রদান এবং মিডিয়ার মাধ্যমে সেটি প্রচারিত হচ্ছে। এটাই তাদের আন্দোলনের একমাত্র সম্বল।
একে মোহাম্মদ আলী শিকদার বলেন, প্রথমদিকে মানুষ ভীত হয়ে কিছুটা ঘরমুখী থাকলেও সময়ের ব্যবধানে ভয়কে জয় এবং অবরোধ প্রত্যাখ্যান করে নিজেদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকা শহরের প্রতিদিন কয়েকশ’ টন শাক-সবজি সরবরাহ তার উপযুক্ত উদাহরণ।
রাজনৈতিক আন্দোলনের কঠিন কর্মসূচির নামে পরিচিত অবরোধ-হরতালের অপমৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় অংশ নিচ্ছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক মাকসুদ কামাল, ক্রিমিনোলজি বিভাগের ডিন ড. জিয়া রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আহিদুজ্জামান চাঁন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যপক ড. জিনাত হুদা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।
কূটনীতিক ও রাজনীতিবিদদের মধ্যে গোলটেবিল আলোচনায় অংশ নিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, সাবেক মন্ত্রী জি এম কাদের, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, আবু হেনা, শহীদুল হক জামাল, গোলাম মাওলা রনি ও বাসদের প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন।
ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে অংশ নিচ্ছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মওলানা জিয়াউল হাসান, শোলাকিয়া ঈদগাহ ময়দানের পেশ ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসুদ প্রমুখ।
সাংবাদিক ও অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও অভিনেত্রী শমী কায়সার।
আইনজীবীদের মধ্যে গোলটেবিল আলোচনায় অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট স ম রেজাউল করিম, এম এম আমিনুদ্দিন ও অ্যাডভোকেট মো. মহসিন।
ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনায় অংশ নিচ্ছেন- ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদাক মোস্তফা কামাল মহিউদ্দিন, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ সহ-সভাপতি এসএম আসলাম সানি, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের বিশেষ উপদেষ্টা আব্দুল মতলুব আহমেদ, উইমেন চেম্বারের সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, বিজেএমইএ’র সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন ও আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
এই গোলটেবিল আলোচনার মিডিয়া পার্টনার দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি, একাত্তর টেলিভশন ও এসএ টিভি।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ ২০১৫/ এস আহমেদ