ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সোয়া ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌাঁছান। এ সময় হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে দলের সভাপতিকে বরণ করে নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
এর আগে, দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। তারা নিজ নিজ দলীয় ব্যানার, ফেস্টুন নিয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে মিছিল সহকারে জনসভাস্থলে আসছেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব