বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গিদের নেত্রী মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিকভাবে জঙ্গিদের যে শাস্তি দেওয়া হয় তাকেও সেই শাস্তি পেতে হবে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অফিসের মধ্যে বসে মানুষ হত্যা করবেন। আমারা তা সহ্য করবো না। যারা এদের সমর্থন দেবেন তারাও সমান অপরাধী।''
তিনি বলেন, ''খালেদার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। তার কোনো ক্ষমা নেই। এদেশের মাটিতেই তার বিচার হবে। জঙ্গিবাদ আমরা মেনে নেবো না। জঙ্গিদের বিরুদ্ধে সকলকে রুখে দিতে হবে। খালেদা জিয়াকে শাস্তি পেতেই হবেই। জঙ্গি নেত্রীর বিচার হবেই হবে।''
দেশের চলমান সহিংস পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ৭১এর পরাজিত শক্তির দোসর, ইয়াহিয়ার চামচারাই আবার দেশের প্রতিটি এলাকায় বোমা-ককটেল মেরে, মানুষ পুড়িয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করে জাতীর জনক, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণ করতে হবে।
সমাবেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব