রাজধানী ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোররাতে জাপা কার্যালয়ের নিচ তলায় ছাত্র সমাজের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের পেট্রোল বোমায় এ অগ্নিসংযোগ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে নিচ তলায় ছাত্র সমাজের কার্যালয়ের দরজা ও ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এটি নাশকতা কিনা নিশ্চিত হওয়া যায়নি। জাপা নেতারা বলছেন, এটি নাশকতার অংশ হতে পরে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূইয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা নাশকতা কিনা নিশ্চিত নই।
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধে বেশ কয়েকবার দলটির কাকরাইল অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটেছে পেট্রোল বোমা বিস্ফোরণও।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ ২০১৫/শরীফ