চট্টগ্রামের সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে অভিযান চালিয়ে ৭০টি পেট্রোলবোমাসহ বিপুল সংখ্যক অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হলেও তাৎক্ষণিক আটকদের নাম পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এম শহিদুল্লাহ জানান যে, শনিবার রাত সাড়ে ১২টা থেকে আজ ভোর ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের ইয়াকুবনগরের নুনাছড়া পাহাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পেট্রোলবোমা ছাড়াও ৫০টি ককটেল, ১০টি আগ্নেয়াস্ত্র, রকেট প্লেয়ার তিনটি, গুলি ২৪ রাউন্ড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ ২০১৫/শরীফ