ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা গেইটের কাছে যাত্রীবাহী বাসে পেট্টল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসের (ঢাকা মেট্টো- ব ১৪-৬৭৯৩) পেছন দিকে দুর্বৃত্তরা পেট্টল বোমা ছুড়ে মারে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির অধিকাংশ পুড়ে গেছে। এই নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৫/ এস আহমেদ