একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় রিভিউ আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
আজ রবিবার শুনানির এ দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আশা করছি সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর সেদিনই শুনানি শুরু হবে।
এর আগে ফাঁসির রায় কার্যকর হওয়া কাদের মোল্লার রিভিউ আবেদনের রায়কে উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, সে রায়েও যত দ্রুত সম্ভব রিভিউ নিষ্পত্তির কথা বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৫/ রশিদা