যারা ইসলামের কথা বলে নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় তারা ধর্মের অনুশাসন মানে না। নারীর অগ্রযাত্রায় ইসলাম কখনো বাধা হয়ে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
এসময় দেশজুড়ে আন্দোলনের নামে নাশকতায় যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তার বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নারী উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যবসা-বাণিজ্য, চাকরী, শিক্ষা সবখানেই নারীরা ফলতার স্বাক্ষর রাখছেন এ দেশের নারীরা।
প্রধানমন্ত্রী বলেন, এখনও এই সমাজে মধ্যযুগীয় কায়দায় ধর্মের দোহাই দিয়ে নারীকে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে। যারা তা করেন, তারা প্রকৃত ইসলাম বিশ্বাস করেন না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, 'নারীদেরকে ইসলাম ধর্ম কখন কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। যারা আজকে ইসলাম ধর্মের নাম করে এভাবে বাধা দিতে চায়। তাদেরকে আমি বলবো, তারা আসলে সত্যিকারের ইসলাম ধর্মের অনুশাসন দেখেও না দেখতে চান। আমরা যদি ইসলামের কথা চিন্তা করি, তাহলে দেখবো ব্যবসা-বাণিজ্য রণক্ষেত্রে বা ইসলাম ধর্মের জন্য জিহাদে প্রথম শহীদ হয়েছিলেন নারী।'
নারী বিদ্বেষী অপপ্রচার বন্ধ করে দেশের উন্নয়নে নারী পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৫/ রশিদা