নড়াইলে এক জামায়াতকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রবিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সদর থানা পুলিশ আগদিয়া গ্রামের আছির মোল্যার ছেলে জামায়াতকর্মী হারুনার রশিদসহ (৫০) ১৩ জন, লোহাগড়া থানায় পাঁচ জন, কালিয়া থানায় চার জন এবং নড়াগাতী থানা থেকে ছয় জনকে গ্রেফতার করে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় একজন জামায়াত কর্মী ও বিভিন্ন অভিযোগে মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ