গাইবান্দা জেলা শহরের খানকাহ্শরীফ এলাকায় অবস্থিত আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে ঝুলিয়ে রাখা ও মাটিতে পড়ে থাকা অবস্থায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে সাতটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মাজহারুল মান্নান জানান, সকালে স্কুলের প্রধান ফটকে তালা খোলার সময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ঝুলন্ত অবস্থায় ১টি ও মাটিতে পড়ে থাকা ২টি ককটেল সদৃশ বস্তু দেখতে পায় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী লিটন মিয়া। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, হরতাল-অবরোধ সমর্থনকারীরা আতঙ্ক তৈরী করতে এমনটি ঘটিয়েছে।
বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ