ড. মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ক্ষুদ্রঋণ অর্থনীতির মাধ্যমে একটি অসাধারণ মডেল সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রণব মুখার্জি। তিনি বলেন, এ ধারণা উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য মুক্তি দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। খবর পিটিআই।
শনিবার ভারতের রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক সেন্টারের ওয়েস্ট হলে আয়োজিত ‘ইনক্লুসিভ ইনোভেশন-সেশন টু’ শীর্ষক গোলটেবিল বৈঠকের সমাপনীতে প্রণব মুখার্জি এসব কথা বলেন।
আন্তর্জাতিক ওই গোলটেবিলে তৃণমূল পর্যায়ের উদ্ভাবনী রীতির দীর্ঘদিনের কথা তুলে ধরেন প্রণব মুখার্জি। তিনি বলেন, তার দেশে ক্ষুদ্রঋণ ধারণার অর্থনীতি থেকে আসবে আগামীতে বড় ধরনের সাফল্য। মেক ইন ইন্ডিয়া, ক্লিন ইন্ডিয়া, ইনক্লুসিভ ইন্ডিয়ার মতো কর্মসূচিকে সামনে এগিয়ে নেয়া খুবই জরুরি।
তিনি বলেন, আমি মনে করি, বড় ধরনের পরবর্তী সাফল্য আসবে নতুন ধারার ক্ষুদ্র উদ্যোগের অর্থনীতির মধ্য দিয়ে, যা প্রবর্তন করেছেন হানি বি নেটওয়ার্ক এবং ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অংশগ্রহণমূলক উন্নতির স্বার্থে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।
প্রণব মুখার্জি আরও বলেন, মেক ইন ইন্ডিয়া, ক্লিন ইন্ডিয়া এবং ইনক্লুসিভ ইন্ডিয়া কার্যক্রমগুলোতে বড় ধরনের সামনে এগিয়ে নেয়ার শক্তি প্রয়োজন। এগুলোর অধীনে মূল কথা হলো অর্থনৈতিক অন্তর্ভুক্তি। দেশ গড়তে যুব শক্তিকে উদ্দীপ্ত করতে হবে বলে মন্তব্য করেন মুখার্জি।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৫/ রশিদা