‘যুবকল্যাণ তহবিল আইন, ২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ আইনের ফলে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, কারিগরি, কলা ও সংস্কৃতি কাজের জন্য যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়া যাবে। এর আগে একটি অধ্যাদেশের মাধ্যমে এ অনুদান দেওয়া হতো।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৫/ রশিদা