লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পাওয়া আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে আজ সোমবার এক ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান। তবে কবে এই আবেদন জমা দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে জঙ্গি কায়দায় হামলায় নিহত হন অভিজিৎ। এ সময় স্ত্রী রাফিদা আহমেদ বন্যার একটি আঙুল চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই হামলার পর টিএসসির ৫০ গজ উত্তরে ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি ব্যাগ আলামত হিসাবে সংগ্রহ করে পুলিশ। ল্যাপটপের ওই ব্যাগে কয়েকটি পত্রিকা ভাঁজ করা ছিল, যা চাপাতিগুলো মোড়ানোর কাজে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের ধারণা। এছাড়া একটি জিন্স প্যান্ট ও কয়েকটি প্যারাসিটামল ট্যাবলেটও পাওয়া যায় ব্যাগের ভেতরে।
যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রেক্ষিতে এফবিআইয়ের একটি দল ইতোমধ্যে ঢাকায় তদন্ত শুরু করেছে। এ দলের চার সদস্য গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছবি সংগ্রহ করে। অভিজিৎ হত্যায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ এফবিআইয়ের সঙ্গে তথ্য ও মতবিনিময় করছে বলেও জানান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৫/ রশিদা