একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার সারসংক্ষেপ আগামী ৩১ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্র ও আসামিপক্ষকে এ সময়ের মধ্যে মামলার সারসংক্ষপ জমা দেয়ার নির্দেশ দেন।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যা,গণহত্যা,ধর্ষণ,লুণ্ঠন,অপহরণ ও নির্যাতনসহ ৮টি অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রশিদা