এবার সচিবালয়ের পাশে দুটি শক্তিশালী হাতবোমা বিস্ফোরিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে সচিবালয়ের দেয়াল ঘেঁষা রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।
বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের পর প্রেসক্লাব ও সচিবালয়ের আশেপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকটি দল থাকলেও নাশকতাকারী কাউকে চিহ্নিত করা যায়নি। বিশ্বকাপ ক্রিকেটে সোমবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দলের বিজয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে দেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান হরতাল শিথিল করে। ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে আসে। কিন্তু সচিবালয়ের পাশে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রোকেয়া।