আন্তর্জতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ। সংস্থাটির একটি প্রতিনিধি দল ১০ দিনের সফর শেষে অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংস্থাটি আরও জানিয়েছে, সরকাররের সঙ্গে তারা কথা বলে জেনেছেন এই মুহূর্তে তেলের দাম সমন্বয় করার কোন চিন্তা সরকারের নেই। আর রাজনৈতিক অচলবস্থা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করে আইএমএফ।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রশিদা