রাজধানীতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে আজ। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের এই বিজয়ে টানা অবরোধের মধ্যে মঙ্গলবারের হরতাল শিথিল করে বিএনপি। একইসঙ্গে আনন্দ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের মূল ফটক থেকে বের হলে পুলিশি বাধায় পশ্চিম গেটের পর আর অগ্রসর হতে পারেনি। পরে মিছিলকারীরা প্রেসক্লাবের ভেতরে গিয়ে টাইগারদের বিজয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দনসহ বিভিন্ন স্লোগান দেয়।
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রোকেয়া।