গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্যাটাগরিতে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার২০১৩' ঘোষণা করেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র 'মৃত্তিকা মায়া', শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া, অভিনেত্রী মৌসুমি ও শর্মিমালা। ইমপ্রেস টেলিফিল্মের মৃত্তিকা মায়া ছবিটি ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। নিম্নে চূড়ান্ত তালিকা দেওয়া হলো-
আজীবন সম্মাননা-সারাহ্ বেগম কবরী,
শ্রেষ্ঠ চলচ্চিত্র-গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগর (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র-সারা আফরীন (শুনতে কি পাও),
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে-তিতাস জিয়া (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে)-মৌসুমী, (দেবদাস), শর্মিমালা (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে-রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- অপর্ণা (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে-মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ শিশু শিল্পী- স্বচ্ছ (একই বৃত্তে),
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- সৈয়দা অহিদা সাবরিনা (অন্তর্ধান),
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক (যৌথভাবে)- এ, কে, আজাদ (মৃত্তিকা মায়া), শওকত আলী ইমন (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী),
শ্রেষ্ঠ গায়ক-চন্দন সিনহা (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী),
শ্রেষ্ঠ গায়িকা (যৌথভাবে)- রুনা লায়লা (দেবদাস), সাবিনা ইয়াসমিন (দেবদাস),
শ্রেষ্ঠ গীতিকার-কবির বকুল (পূর্ণদৈর্ঘ্য কাহিনী),
শ্রেষ্ঠ সুরকার- কৌশিক হোসেন তাপস (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী),
শ্রেষ্ঠ কাহিনীকার-গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা-গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ সম্পাদক- মোঃ শরিফুল ইসলাম রাসেল (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-উত্তম গুহ(মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-সাইফুল ইসলাম বাদল (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ শব্দগ্রাহক-কাজী সেলিম (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা-ওয়াহিদা মল্লিক জলি (মৃত্তিকা মায়া),
শ্রেষ্ঠ মেক-আপম্যান-মো. আলী বাবুল (মৃত্তিকা মায়া)।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ