ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা দিলেন 'আসল' বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিম। আজ দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। সেইসঙ্গে 'আসল' বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ ২৬ মার্চ থেকে পিছিয়ে ১০ এপ্রিল করার ঘোষণাও দেন তিনি।
'আসল' বিএনপির কামরুল হাসান নাসিম বলেন, 'আসলে আমরা সামনে কী চাচ্ছি ভাত না ভোট? যদি ভাত চাই নির্বাচন ২০১৯ সালে হলেও সমস্যা নেই। আর যদি ভোট চাই তবে আগামী বছরই ভোট হওয়া উচিত।' তাই ভাত না ভোট তা নির্ধারণে বিশেষ গণভোটের আহ্বান জানান তিনি। এছাড়া পেট্রোল বোমা ও সহিংসতা রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ারও আহ্বান জানান তিনি।
এ সময় 'আসল' বিএনপির খবর প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'যারা অন্ধকার ঘর থেকে পেট্রোল বোমা মারার নির্দেশ দিচ্ছে তাদের নিউজ বেশি প্রচার করা হয়। কিন্তু আমরা যারা জনগণের ভোটের ভাতের অধিকারের কথা জনসম্মুখে প্রচার করি তাদের নিউজ প্রচার তেমন একটা হয় না। ' আগামীতে 'আসল' বিএনপির বিভিন্ন কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
পেট্রোল বোমা ও সহিংসতার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার করা উচিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামরুল হাসান নাসিম বলেন, 'এসব ঘটনা যাচাই বাছাই এবং তদন্তের পর যদি খালেদা দায়ী বলে প্রমাণিত হয়, তবে তাকে অবশ্যই গ্রেফতার করা উচিৎ।'
এছাড়া তার বিএনপিই আসল বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপিকে অবৈধ আখ্যা দিয়ে কামরুল হাসান নাসিম বলেন, 'আসল বিএনপি ইতিমধ্যেই খালেদা জিয়ার নেতৃত্বকে অবৈধ ঘোষণা করেছে।'
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ