২০ দলীয় জোটের হরতালারে কারণে ৩ মার্চের স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে এবং গত ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের কারণে দাখিল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী। এর পাশাপাশি ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ