চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে শ্রমিকসহ অন্তত ২০ জনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। বুধবার গভীর রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাহাড় কাটায় জড়িতদের আটক করে।
এই সময় ট্রাকসহ পাহাড় কাটার বিপুল সংখ্যস সরঞ্জামও জব্দ করা হয়।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাতের আঁধারে ঐতিহ্যবাহী প্রবর্তক পাহাড় কেটে ফেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ,২০১৫/ নাবিল