বাংলাদেশের আকাশ দিয়ে আজ বৃহস্পতিবার উড়ে যাবে বিশ্বের প্রথম সোলার বিমান। বিমানটি ভারত থেকে বাংলাদেশের আকাশের ওপর দিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। সুইজারল্যান্ড নির্মিত এই সোলার বিমানটির নাম ‘সোলার ইমপালস-২’। বিমানটি ইতোমধ্যেই ওমান থেকে ভারতে এসে পৌঁছেছে।
বুধবার ঢাকার সুইজারল্যান্ডের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। সোলার বিমানে দুই জন পাইলট রয়েছেন। একজন আন্দ্রে বোর্সবার্গ। অপরজন বার্ট্রান্ড পিকার্ড।
সুইস দূতাবাস জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৯ মার্চ সোলার বিমানটি যাত্রা শুরু করেছে। আবুধাবি থেকে বিমানটি ওমানের রাজধানী মাসকটে আসে। সেখান থেকে ভারতে পৌঁছে বিমানটি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বাংলাদেশের ওপর দিয়ে বিমানটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। এরপর মিয়ানমার থেকে চীন হয়ে বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকায় যাত্রা করবে।
এক ফোটা জ্বালানী তেল ছাড়াই এই বিমানটি দিনে ও রাতে উড়তে সক্ষম। বাণিজ্যিক এয়ারক্রফটের চেয়ে তিনগুণ চালিকা শক্তি রয়েছে এই বিমানের। সুইস ফেডারেল ইন্সষ্টিটিউট অব টেকনেসালজি লোসানির একদল কারিগরিবিদ ও বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেন।
প্রসঙ্গত, বিমানটির পিঠের ওপর রয়েছে ৭২ মিটার টানা লম্বা ডানা। সেই ডানায় বসানো হয়েছে ১৭ হাজার ২৪৮টি সোলার সেল বা সৌরকোষ। যারা শুষে নিতে পারে সূর্যের শক্তি। আর সেই শক্তিকে রসদ করেই পাড়ি দেবে বিমান। দিনের বেলায় যে সৌরশক্তি জমা হবে, তাতে রাতেও উড়বে বিমানটি। বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৫/মাহবুব