সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন ও সেদেশের রাষ্ট্রদূতসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে গেছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিনিধি দলটি কার্যালয়ে প্রবেশ করে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে বাসা ছেড়ে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও চলমান আন্দোলনের দিক নির্দেশনা দিয়ে আসছেন। এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিসহ দলের নেতারা তার সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৫/ এস আহমেদ