বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের দুই উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৬ জন, জামায়াতের ৩ জন এবং শিবিরের ৩ কর্মী।
বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার সীতাকুণ্ড ও লোহাগড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে লোহাগাড়ায় বন্দুকসহ বাবুল নামের এক জামায়াত ক্যাডারকে গেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, বৃহস্পতিবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার কর হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৫/মাহবুব