সাবেক রাষ্ট্রপতি, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।
রাজধানীর বনানী কবরস্থানে শুক্রবার সকাল ৯টায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সভাপতিসহ সাহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ ছাড়াও জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৫/মাহবুব