জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে সুদিন ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এরশাদ বলেন, ‘সারাদেশে মানুষের হাহাকার-কান্না আর সহ্য হয় না। আমরা শান্তি চাই, আমরা মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই। একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। সবার মনে একটাই প্রত্যাশা, আমরা আবার ক্ষমতায় আসবো, দেশেও সুদিন ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের হারানো জনপ্রিয়তা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা জাতীয় পার্টিকে নিন্দিত নয় নন্দিত দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি আল্লাহকে বলি, কারাবাসে আমার জীবন থেকে ছয়টি বছর কেড়ে নিয়েছ, তাই মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার জন্য আমার জীবনে আরও ছয়টি বছর তুমি যোগ করে দাও। আমার মৃত্যুর পরেও যেন জাতীয় পার্টি টিকে থাকে এবং আমার মৃত্যুবার্ষিকী পালিত হয়।’
অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও এরশাদের প্রেসসচিব সুনীল শুভ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২০, মার্চ, ২০১৫/মাহবুব