ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বাতকিড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ওই অটোরিকশার তিনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মুক্তাগাছা থানায় নিয়ে গেছে ও অপরজনের মৃতদেহ মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ