আগামীকাল রবিবার থেকে ফের শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। টানা দশদিনের বিরতি শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবশেন শুরু হবে। এর আগে গত ১২ মার্চ ডেপুটি স্পিকার সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন।
নতুন বছরের প্রথম এবং দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশন শুরু হয় ১৯ জানুয়ারি। অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ মার্চ পঞ্চম অধিবেশন সমাপ্ত করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে এ অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়। আগামী ২ এপ্রিলের মধ্যেই পঞ্চম অধিবেশন সমাপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয়। নানা সমালোচনা ও বিএনপি’র আন্দোলন কর্মসূচির মধ্যে দশম জাতীয় সংসদ ইতোমধ্যে চারটি অধিবেশন সফলভাবে সম্পন্ন করেছে।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৫/ রোকেয়া।