রবিবার থেকে বিএনপি জোট ঘোষিত ৭২ ঘণ্টা হরতালের আগের রাতে মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় একটি শ্রমিকবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমার আগুনে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত ৮টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের দুই সহোদর রওশন আলী (৪২) ও ইলিয়াস হোসেন (৪০), একই গ্রামের মতিন মিয়া (৩৫), আরব আলী (৩৮), ইয়াদুল হোসেন (৩০), শাকিল মিয়া (৩৫), নাজমুল হোসেন (৩৫), ফারুক মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২৫)। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকযোগে ফেরার পথে মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ৯ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ৫ জন গুরুতর দগ্ধ।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৫/মাহবুব