অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা 'ফ্রেশ' ৭২ ঘণ্টার হরতাল আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে বুধবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত। হরতালের সমর্থনে আজ ভোরে রাজধানী কিংবা দেশের অন্যান্য এলাকায় ২০দলের নেতা-কর্মীকে কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই চলছে স্বাভাবিক কার্যক্রম।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সড়কে গণপরিবহনের পাশাপাশি নামতে শুরু করেছে ব্যক্তিগত গাড়িও। খুলেছে দোকান-পাট ও কল-কারখানাও। তবে হরতাল শুরুর আগের দিন সন্ধ্যায় বা রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।
এরমধ্যে মাগুরায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করায় নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এরমধ্যে মারা গেছেন একজন। হরতালে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২১ মার্চ) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতে এই হরতাল ঘোষণা করা হয়। এ ঘোষণার মাধ্যমে টানা ৮ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে হরতাল কর্মসূচির 'সংস্কৃতি' বজায় রাখছে সরকারবিরোধী এ জোটটি।
৫ জানুয়ারির পর থেকে ৮ সপ্তাহ ধরে প্রথমে ৭২ ঘণ্টা, পরে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে সপ্তাহের সব কর্মদিবসে হরতাল দিয়ে আসছে ২০ দল। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৫/শরীফ