লক্ষ্মীপুর সদর উপজেলায় রবিবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি ওই নেতা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গুলিবিদ্ধ যুবলীগ নেতার অভিযোগ, রবিবার সকালে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল।
গুলিবিদ্ধ যুবলীগ নেতা কবির হোসেনের বাড়ি সদরের মান্দারী গ্রামে। তিনি মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
থানা সূত্রে খবর, রবিবার রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রতনেরখিল এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটে। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
পায়ে গুলিবিদ্ধ কবিরকে আটক করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
এদিকে, আহত কবির জানিয়েছে, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লেগুনায় করে মান্দারী থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময় গাড়ি থামিয়ে পুলিশ তার পরিচয় জিজ্ঞেস করে। পরে তাকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। বিকেলে চোখ বেঁধে পুলিশ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং গভীর রাতে পায়ে গুলি করে হাসপাতালে ভর্তি করে বলে দাবি করেন কবির।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৫/ রশিদা