হরতালে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ীই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
হরতাল-অবরোধের মধ্যেও পরীক্ষা হবে কিনা— জানতে চাইলে সোমবার বিকেলে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছি। সূচি অনুযায়ীই পরীক্ষা হবে, এর কোনো ব্যত্যয় হবে না।
অন্য কিছু চিন্তা না করে সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান নাহিদ।
বিডি-প্রতিদিন/২৩, মার্চ, ২০১৫/মাহবুব