তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়েছে এক বাংলাদেশি তরুণ। মো. আসিকুর রহমান নামে ২১ বছর বয়সী এই তরুণকে খুঁজে বের করতে আঙ্কারস্থ বাংলাদেশ দূতাবাস সহায়তা চেয়েছে তুরস্ক সরকারের। গত ৩ মার্চ তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করেন।
সন্দেহ করা হচ্ছে আসিকুর রহমান সিরিয়ার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতেই কৌশলে তুরস্কে এসে নিরুদ্দেশ হন। গত ২১ ফেব্রুয়ারি তুরস্কে একটি কনফারেন্সে যোগ দেওয়ার কথা বলে তিনি ঢাকাস্থ তুরস্ক দূতাবাস থেকে ভিসা নেন। কিন্তু পরবর্তীকালে কনফারেন্সের বিষয়টি ভুয়া বলে প্রমাণিত হয়। ২৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা ছিল।
রাষ্ট্রদূত জুলফিকুর রহমানের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল বিভাগের ছাত্র আসিকুর রহমানের তুরস্ক সফরের বিষয়ে তার পরিবারের সদস্যরা কিছুই জানতো না। তিনি তুরস্কে যেতে সম্প্রতি আরবি ভাষা শেখেন। বিমানভাড়া সংগ্রহ করেছেন অপরিচিত লোকজনের কাছ থেকে। এ বিষয়েও অন্ধকারে তার পরিবার। কনফারেন্সে গিয়ে ইস্তাম্বুলের নিপ্পন হোটেলে ওঠার কথা ছিল আসিকুরের। কিন্তু তিনি ওই হোটেলে ওঠেননি। এতে তার পরিবারও সন্দেহ করছে, আসিকুর সিরিয়ায় গিয়ে জঙ্গি দলে ভিড়েছে। ভিসা নেওয়ার সময় তিনি তুরস্ক দূতাবাসের আবেদনপত্রে যে ই-মেইল ও মোবাইল ফোন নাম্বার দিয়েছিলেন সেগুলো এখন কার্যকর নয়। বন্ধ রয়েছে ই-মেইলও। আসিকুর রহমানের খোঁজে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তৎপরতা চালাচ্ছে বলেও রাষ্ট্রদূতের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৫/ রশিদা