পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নবাব আলী প্রামাণিক (৫৫) দাপুনিয়া ইউনিয়নের ভাজপাড়া গ্রামের মৃত সোলায়মান আলী প্রামাণিকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ভাজপাড়া গ্রামের সোলায়মান প্রামাণিকের জমিজমা নিয়ে তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে সোলায়মান প্রামাণিকের ছেলেরা ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে সোলায়মান প্রামাণিকের ছোট ছেলে আব্দুল লতিফ বড় ভাই নবাব প্রামাণিককে রড দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন নবাব আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ, তবে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই নিহতের ভাই ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৫/ রশিদা