অপহরণের ১৮দিন পর লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে জিম্মি বাংলাদেশি হেলাল উদ্দিন তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইন্টারনেট ফোনে তার স্ত্রী মাদারগঞ্জ উপজেলার আলেয়া বেগমের সঙ্গে কথা বলেন।
স্ত্রীকে হেলাল জানান, তিনিসহ নোয়াখালীর আনোয়ার ছাড়াও অন্য একজন বাংলাদেশি আইএস জঙ্গীদের হাতে জিম্মি রয়েছেন। জিম্মি অবস্থায় আজ আইএস জঙ্গিরা পরিবারের সঙ্গে জিম্মিদের কথা বলার সুযোগ দেন। হেলাল উদ্দিন তার স্ত্রীকে জানিয়েছেন জঙ্গীরা তাদের দুএকদিনের মধ্যে ছেড়ে দেয়ারও আশ্বাস দিয়েছে।
হেলাল স্ত্রীকে আরও জানান, জঙ্গিরা তাদের ওপর কোন নির্যাতন বা খারাপ আচরণ করেনি। তাদেরকে দিনে একবেলা খাবার দেয়া হচ্ছে। ফোনে কথা বলার পর হেলাল উদ্দিনের পরিবারে কিছুটা স্বস্তি এলেও মুক্তি না পাওয়া পর্যন্ত ভয় বা আতঙ্ক কাটছে না তাদের।
উল্লেখ্য, ৬ মার্চ বাংলাদেশি হেলাল উদ্দিনসহ ৯ জন বিদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি করে আইএস। গত ৯ মার্চ ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাস বিষয়টি নিশ্চিত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার গণমাধ্যমকে এই খবর জানায়।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৫/ রশিদা