লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশীকে গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেন নামে ওই দুই বাংলাদেশীকে ১৮ দিন পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ মিশন ও লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় অপহৃত গোষ্ঠীর হাত থেকে তাদের উদ্ধার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গভীর রাতেজানানো হয়, হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেন ভালো আছেন। উদ্ধারের পর তাদের লিবিয়ার ত্রিপলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরত হাসপাতালে রাখা হয়েছে। হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। আজ বুধবার দুইজনই আগের কর্মক্ষেত্রে (সিরত শহরে অবস্থিত আল-গনি নামক একটি তেল ক্ষেত্র) ফিরে যাবেন।
প্রসঙ্গত, লিবিয়ার সিরত শহরের দক্ষিণ প্রান্তের আল-গনি নামক একটি তেল ক্ষেত্র থেকে ৯ জন বিদেশীসহ বাংলাদেশের হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে ৬ মার্চ অপহরণ করা হয়।