সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ানের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানাতে সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এ সিঙ্গাপুর হাইকমিশনে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ গত ২৩ মার্চ মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় বেলা ৩টা ১৮ মিনিটে তিনি মারা যান। ৯১ বছর বয়সী বর্ষীয়ান এই রাষ্ট্রনায়ক মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন।