ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলায় আদালতের সমন ফেরত পাঠালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুর সোয়া ২টার দিকে চিঠি গুলশান কার্যালয়ে নিয়ে আসেন গুলশান-১ পোস্ট অফিসের পোস্টম্যান। তার কাছ থেকে খালেদা জিয়া, শর্মিলা রহমান সিঁথি, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের নামে আসা চিঠি চারটি গ্রহণ করে কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে চিঠিগুলো পোস্টম্যানকে পুনরায় ফেরত দেওয়া হয়।
আগামী ১২ এপ্রিল ড্যান্ডি ডাইং মামলায় হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনের দিন ধার্য রয়েছে। সেদিনই হাজির হতে হবে খালেদা জিয়াসহ চারজনকে।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ, ২০১৫/ রশিদা