গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল পুরষ্কার জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্কালজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন "সামাজিক ব্যবসা" ধারনার উদ্ভাবক ড. ইউনুস। বৃহস্পতিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সৌজন্য সাক্ষাতে বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বয়স্কদের জন্য সুন্দর জীবনযাত্রা ও স্বল্প আয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋন প্রদানের জন্য ইউরোপিয়ান সামাজিক ব্যবসার প্রকল্প নিয়ে তাদের মাঝে আলোচনা হয়। এসময় প্রফেসর ইউনূস মার্টিনকে আগামী নভেম্বরের ৫-৬ তারিখে বার্লিনে অনুষ্টিতব্য বিশ্ব সামাজিক ব্যবসার মহাসম্মেলনে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহন করেন।
সবশেষে ড. ইউনুস ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের একটি সভায় অধিক টেকসই বিশ্ব গড়তে অর্থনীতি ও নীতিমালা পুন:নকশায়নের প্রয়োজনীয়তার ওপর বক্তব্য প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৫/মাহবুব