নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দে সনাতন হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী পূণ্যস্নান উৎসবের সময় পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের রাজঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের নিতাই চন্দ্র দাশ ও বাবুল বিশ্বাস, কুমিল্লা জেলার চান্দিনার রঞ্জিত মল্লিক, দাউদকান্দির কানন বালা, মেঘনা থানার তুলসী দেবনাথ, রাজধানীর ধানমণ্ডি জিগাতলার ভগবতী দাশ, লালবাগের রাখি, মানিকগঞ্জের মালতী দাশ, নোয়াখালীর কবিরহাটের ভানুমতি দাশ। এছাড়া ১১ বছরের এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে।
নাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বসুদেব চক্রবর্তী জানান, সকালে স্নান করতে আসা কয়েকজন নারী ঘাটের পাশে থাকা ডেইলি ব্রীজ থেকে নিচে পড়ে যায়। এ সময় আতঙ্কে পূণ্যর্থীরা ছোটাছুটি শুরু করলে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব