প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিজেদের উন্নয়নের মডেল শান্তি ও উন্নয়নের ওপর প্রতিষ্ঠিত। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, বিশেষত নারী, যাদের ক্ষমতায়ন দেশের উন্নয়ন ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা দারিদ্র্যের হার দূরীকরণে দারুণ অভিজ্ঞতা লাভ করছি। ২০১০ সালে যেখানে আমাদের দারিদ্র্যের হার ৪০ শতাংশ ছিল, সেখানে এখন ২৪ শতাংশে নেমে এসেছে।
তিনি আজ বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এশিয়া-আফ্রিকার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের পথ যারা প্রশস্ত করে দিয়ে গেছেন এ সম্মেলনের ৬০তম বার্ষিকীতে সেই বিচক্ষণ নেতাদের স্মরণ করছি আমি। তারাই বিশ্বকে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের সুতোয় গেঁথে গেছেন। তারা লড়াই করে গেছেন উপনিবেশবাদ, দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে।
তিনি বলেন, বিশ্ব জিডিপির প্রায় অর্ধেকের মতোই আসে দক্ষিণের রাষ্ট্রগুলো থেকে। এখান থেকেই আসে অর্ধেকের মতো অর্থনৈতিক উৎপাদন এবং এখানেই পরিচালিত হয় অর্ধেকেরও বেশি বিশ্ববাণিজ্য। তারপরও দক্ষিণ-দক্ষিণের রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন অর্জন এবং এসব রাষ্ট্রে স্থিতিশীলতা স্থাপনে পারস্পরিক সহযোগিতা নাজুক।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা সবসময়ই একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কোনো যুদ্ধ, সংঘাত ও ধ্বংস থাকবে না। তিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য লড়েছিলেন। একইসঙ্গে মানবতার কল্যাণ ও শান্তির জন্য বিশ্বের সবগুলো রাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিষ্ঠায় উৎসাহী ছিলেন। এই প্রত্যয়ে থেকেই বঙ্গবন্ধু ১৯৭৩ সালে ন্যাম সম্মেলনে যোগ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বেশ কিছু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করেছে। বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত ছয় বছরে বাংলাদেশ গড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়েছে। এই সময়ে রফতানি আয় ও রেমিট্যান্স তিন গুণ বেড়েছে এবং বৈদেশিক বিনিময় রিজার্ভ বেড়েছে সাড়ে ছয় গুণ।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও জাকার্তায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।
শিরোনাম
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
\\\'আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি\\\'
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর