পাবনায় ভূমিকম্পে একজন নিহত ও জেলার বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত রোকেয়া খানম পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি জেলা কৃষক লীগের সহ-সভাপতি সোহরাব উদ্দিনের স্ত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুর হক জানান, শনিবার বেলা সোয়া ১২টার দিকে সারা দেশের ন্যায় ভূমিকম্প শুরু হলে শহরের ময়নামতি এলাকার ঘর থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে দেওয়ালে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন রোকেয়া খানম ইতি (৫৫)। পরে তার পরিবারের লোকজন পাবনা জেনরেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্বামী সোহরাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া শহরের সেন্ট্রাল গার্লস হাই স্কুলে শিক্ষার্থীরা আতঙ্কিত হলে কয়েকজন শিক্ষার্থী সংজ্ঞা হারিয়ে ফেলে। এ সময় পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পরলে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্কুলটি বন্ধ ঘোষণা করে।
এদিকে, পাবনার ঈশ্বরদী ইপিজেড নাটানো ইন্টারন্যাশনাল গামেন্টন্সের ফিনিসিং ভবনে ফাটল দেখা দেয়, এ সময় গার্মেন্টস কর্মীরা আতঙ্কিত হয়ে বের হওয়ার সময় ৬০/৭০ জন শ্রমিক আহত হয়। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ব্যাপারে ঈশ্বরদীস্থ দৈনিক জনকন্ঠের সাংবাদিক তৌহিদ আক্তার পান্না জানান, আমরা ঘটনার পর পরই ছবি তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের ছবি তুলতে বাধা প্রদান করে। এ সময় তারা আমার ক্যামেরাটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা ক্যামেরাটি ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আইরিন আফরোজ বলেন, এখানে প্রায় ৬৫ জন শ্রমিক ভর্তি হয়েছে। এরা বেশির ভাগই আতঙ্কিত হওয়া রোগী তবে আশঙ্কাজনক কেউই নেই বলেও তিনি দাবি করেন।
অপরদিকে, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আলিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঘণ্টা দুয়েক পর সুস্থ হলে অভিভাবকরা নিজ নিজ সন্তানদের নিয়ে যান।
এছাড়াও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উপজেলার হাফানিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাদের প্লাস্টার খুলে পড়ল ৫/৬ জন শিক্ষার্থী আহত হলে স্থানীয় ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রশিদা