ভূমিকম্প আতঙ্কে সাভারের আল মুসলীম গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের একটি অংশ আজও কারখানার প্রবেশ না করে মূল ফটকের বাহিরে অবস্থান নিয়েছে। ভবন ফেটে পড়তে পারে এমন আতংক থেকে তারা কারখানার ভিতরে প্রবেশ করেনি বলে জানায় শ্রমিকরা।
সাভারের আশুলিয়ার ডিইপিজেডের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের পুরাতন জোনের এলজেড ফ্যাশন ও অ্যালায়েন্স গার্মেন্টেস শ্রমিকেরা এবং দিয়াখালি জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড তৈরি পোশাক কারখানার সকাল থেকে ভূমিকম্প আতঙ্কে শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে এসে অবস্থান নেয়।
শ্রমিক সুইং অপারেটর নাছিমা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে জানায়, ২ দিন ধরে আমরা ভবন ফেটে পড়তে পারে এমন আতংক থেকে তারা কারখানার ভিতরে প্রবেশ করেনি।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে দি রোজ ড্রেস লিমিটেডের মালিক ও বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম বাইরে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। গ্রিন লাইফ ক্লথিং উইন্ডি, জিরানী এলাকার ডরিন গার্মেন্টের শ্রমিকেরা ভূমিকম্প আতঙ্কে কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দি রোজ ড্রেসের মালিক ও বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এসময় কারখানার কতৃপক্ষ শ্রমিকদের মাইকিং করেও ভিতরে প্রবেশ করাতে পারেনি।পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
সাভার ও আশুলিয়ায় দায়িত্বরত শিল্প পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের মধ্যে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করায় তারা কারখানার ভিতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে বলে এমনটি হচ্ছে। এমন অবস্থায় জরুরি কোন প্রকৌশলী টিম সাভার ও আশুলিয়া অঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান গুলো পরীক্ষা-নিরীক্ষা করে ভবনগুলোর গুণগতমানের রির্পোট পেশ করলে এমন আতংক শ্রমিকদের মাঝ থেকে দূর হবে বলে সর্বসাধারণ মনে করেন।
অন্যদিকে, শ্রমিকদের মাঝে আতংক বিরাজ করায় কাজের গুণগত মান ও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে ওই সকল গার্মেন্টস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৫/ রশিদা